অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
মাদ্রাসার সুপার পরীক্ষার্থীকে থাপ্পর দিয়ে খাতা কেড়ে নিল পরীক্ষার ফ্রি না দেওয়ার কারণে।গাইবান্ধার সাঘাটায় পরীক্ষার ফি না দিতে পারায় তিন পরীক্ষার্থীকে মারধর করে পরীক্ষার রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে মাদরাসার সুপার জসিম উদ্দিনের বিরুদ্ধে।মঙ্গলবার দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী দাখিল মাদরাসায় ক্লাস পরীক্ষা চলাকালে পরীক্ষার ফি না দিতে পারায় ৭ম শ্রেণির ছাত্র জাহিদ সরকার,ছাত্রী মারিয়ম আক্তার মৌ ও সাদিয়া আক্তারকে বের করে দেয় মাদরাসার সুপার জসিম উদ্দিন।
এ বিষয়ে মাদরাসার ছাত্র জাহিদ সরকার জানান,সুপার হুজুরকে ৩০০টাকা দিয়ে পরীক্ষা দেয়ার অনুরোধ করেছি।ওনি আমাকে থাপ্পড় মেরে ক্লাস থেকে বের করে দিয়েছে।আমাকে পরীক্ষা দিতে দেয়নি।
ছাত্রী মরিয়ম আক্তার মৌয়ের বাবা মমিন সরকার বলেন,আমার মেয়েকে পরীক্ষা চলাকালীন সময়ে রুম থেকে বের করে দিয়েছে। আমরা এর প্রতিকার চাই।আমরা তো গ্রামের মানুষ,সব সময় তো হাতে টাকা থাকে না।পরীক্ষার ফি তো দুই-তিনদিন পরেই দিতাম।
ছাত্রকে থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন মাদরাসার সুপার জসিম উদ্দিন।
তিনি বলেন,এই ছাত্রটি দুষ্টু তাই থাপ্পড় মেরেছি।আমি শিক্ষক হিসেবে তাকে মারতেই পারি।
এ বিষয়ে সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীর বলেন,পরীক্ষা ফি দিতে দেরী হওয়ার জন্য ছাত্রকে মারধর করাটা অন্যায়।
আগামীকাল উপজেলা মাসিক মিটিং আছে,সেখানে উপস্থাপন করা হবে।বিষয়টি তদন্ত করে দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার(ইউ,এন,ও)মীর মোঃআল কামাহ্ তমাল বলেন,বিষয়টি আমার জানা নাই,তবে খোঁজ নিচ্ছি।খোঁজ নিয়ে যদি দেখা যায় বিষয়টি সঠিক তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
Tokdernews.Com সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।