সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়ে দায়ের করা মামলায় ৪৯জনকে গ্রেফতার করা হয়েছে।নিরাপত্তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন,সারাদেশের ন্যায় এসব ব্যবসা প্রতিষ্ঠানেও পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি আরো বলেছেন,চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই।
জাহাঙ্গীর চৌধুরী বলেছেন,রমজান এবং ঈদের সময়ের মতো দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেছেন,মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।আর এমন ঘটনা যাতে না ঘটে সেজন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান,এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতি গোষ্ঠী অংশগ্রহণ করবে।তবে শোভাযাত্রার নাম কী হবে,তা ঠিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।
তিনি বলেন,আগামী ১০এপ্রিল বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম।অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে,তা ডিএমপি নির্ধারণ করবে বলেও জানান এই উপদেষ্টা।
একেই বলে স্বাধীন বাংলাদেশ।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-