ফয়সাল হাওলাদার: বিদ্যালয়ের অভ্যন্তরীন পরিবেশ বিনষ্ট করাই যেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভুগোল বিষয়ের সিনিয়র শিক্ষক ইব্রাহিম কবিরের একমাত্র কাজ। ২৩ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল থেকে বদলি হয়ে ফেনী পাইলট স্কুলে যোগদান করেন ইব্রাহিম কবির। যোগদানের পর থেকেই স্কুলে তৈরী করছেন একের পর এক বিশৃঙ্খলা।
দেশের অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে বহিরাগত শিক্ষার্থীদের দিয়ে মব তৈরী করে নিজ সহকর্মীদের নাজেহাল করার চেষ্টা করেছেন। প্রধান শিক্ষকের সাথেও করছেন প্রতিনিয়ত দূর্ব্যবহার। বিদ্যালয়ের আধিপত্য ও যাবতীয় ক্রয় কমিটিতে তাকে না রাখাতেই এমন সব কর্মকান্ড করছেন ইব্রাহীম কবির।
শুধু তাই নয়, নিজ ফেসবুক আইডিতে ধর্মীয় উস্কানিসহ শিক্ষার্থীদের প্রতিনিয়ত উস্কে দেন বিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের বিরুদ্ধে। গত ২রা মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক আদেশে ইব্রাহিম কবিরকে লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জে বদলি করেন পরবর্তী কর্মস্থলে যোগদান না করে ট্রানজিট লিভ ভোগ করার নামে সহকর্মীদের নামে একের পর এক মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন বিভিন্ন দপ্তরে।
প্রধান শিক্ষক সহ সিনিয়র শিক্ষকদের দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন ক্রমাগত। নিজ আইডি থেকে ফেসবুকে অনবরত অপপ্রচার চালাচ্ছে প্রধান শিক্ষক ও অন্যান্য সহকর্মীদের বিরুদ্ধে। নিজের বউকে বাদী করে ফেনী সদর থানায় প্রধানশিক্ষক ও একজন সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগ দিয়ে করেছেন জিডি।
বিমুক্ত হওয়ার সাত কর্মদিবসের মধ্যে পরবর্তী কর্মস্থলে যোগদান করার নির্দেশনা থাকলেও, তিনি এখন পর্যন্ত যোগদান করেনি। এ বিষয়ে এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিফল চৌধুরী প্রতিদিনের কাগজ কে জানান ইব্রাহিম কবির এখনও যোগদান করেনি। ৭ দিনের মধ্যে যোগনের কথা থাকলেও এখনও আসেনি। আমার সাথে কোন যোগাযোগ করেনি।
এভিজেএম স্কুলে তার যত কান্ড: ফেনী সরকারি পাইলট স্কুলের মত আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস স্কুল থেকেও অসদাচরনের জন্য তাকে বদলি করা হয়েছিল। নারী সহকর্মীকে হয়রানি, শিক্ষা বোর্ডে পরীক্ষক বানানোর নামে সহকর্মীদের নিকট ঘুষ নেওয়া, বিদ্যালয়ে পশু জবাই করে মাংস বিক্রি করা, টাকা না দিয়ে বিদ্যালয়ের টিফিন খাওয়া, বিদ্যালয়ের প্রধানশিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সাথে দূর্ব্যবহার সহ শিক্ষকদের মাঝে গ্রুপিং তৈরী করে বিদ্যালয়ে শৃঙ্খলা নষ্টের অভিযোগে উর্ধতন কর্তৃপক্ষ তাকে বদলি করেছিলেন। এভিজেএম থেকেও বিদায়ের প্রাক্কালে ট্রানজিট লিভের নাম করে মুন্সীগঞ্জে বসে তার গ্রুপের শিক্ষক ও ছাত্রীদের দিয়ে করিয়েছিলেন বদলি ঠেকাতে আন্দোলন। সফল না হতে পারে সহকর্মীদের নামে বিভিন্ন দপ্তরে দিয়েছেন একের পর এক অভিযোগ। অভিযোগ রয়েছে ফেনীতে বসেই তিনি এখনো এভিজেএম স্কুলের শিক্ষক গ্রুপ নিয়ন্ত্রণ করেন। মব তৈরী করে এভিজেএম স্কুলের একজন শিক্ষককে হেনস্তার মূল নায়ক এই ইব্রাহীম কবির।
সাদামাটা পোশাক পরিচ্ছেদ ও সহজ সরল ভাবমূর্তি দেখিয়ে সবজায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে। অথচ এর আড়ালে রয়েছে ভয়ংকর এক চরিত্র৷ নিজের প্রতিহিংসা পরায়ন মনোভাব দেখিয়ে ধ্বংস করেছে একাধিক শিক্ষকের জীবন। যে বিদ্যালয়েই যাচ্ছে, নষ্ট করছে সেই বিদ্যালয়েরই শিক্ষার পরিবেশ৷ প্রাইভেট বাণিজ্য করে নিজ এলাকায় বহুতল আলিশান ভবন তৈরী করেছেন, অথচ অন্য সহকর্মীদের প্রাইভেট পড়ানো সহ্য করেন না তিনি। তার হিংস্রতায় ও শত্রুতায় বহু শিক্ষক আজ মানসিকভাবে অসুস্থ এবং স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম কবির জানান, আমার বড় ভাই মারা গেছেন। আমি মাউশিতে লিখিতভাবে জানিয়েছি। এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে এখনও কেন যোগদান করেননি জানতে চাইলে তিনি বলেন আমি স্যারকে প্রাথমিক জানিয়েছি। আরও ৭ দিন পর যোগদান করবো। তারপর বার বার সাংবাদিকের সাথে দেখা করতে চান।
ইব্রাহিম কবিরের বিষয়ে জানতে চাইলে এভিজেএম স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান তার অপেশাদার ও পরশ্রীকাতরতা মূলক চরিত্রের কারনে এভিজেএম স্কুল আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। একটি সম্ভাবনাময় স্কুলকে সে গ্রুপিং করে স্কুলের অপূরনীয় ক্ষতি করেই চলেছে৷ কর্তৃপক্ষের উচিত তার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান- বদলি পরবর্তী কর্মকান্ড আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষন করছি এবং উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করেছি, যা সিদ্ধান্ত নেওয়ার তারাই নিবেন।
মাউশির উপ-পরিচালক (ডিডি) মাধমিক ইউনূছ ফারুকী জানান ইব্রাহিম কবির সর্ম্পকে শুনেছি। তিনি নাকি বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করেননি। ছুটির জন্য তিনি কোন আবেদন করেছেন কিনা জানতে চাইলে ইউনূছ ফারুকী বলেন আমার কাছে এখনও কোন আবেদন পাইনি। ৭ দিনের মধ্যে যোগদান না করলে বিধি অনুযাযী ব্যবস্থা গ্রহন করা হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।