অনলাইনপ্রতিবেদক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
গত মঙ্গলবার(১৮মার্চ)দুপুরে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ওই কর্মকর্তার অপসারণ ও বিচার দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ডেইরি এন্ড ফ্যাটেনিং অ্যাসোসিয়েশন ও এলজিডিপি প্রকল্পের পিজি এবং সদস্যবৃন্দ ও স্থানীয়রা।
স্মারকলিপি সূত্রে জানা গেছে,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল তারাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন।
প্রাণিসম্পদ অধিদফতরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,পিজি গ্রুপের সভা না করে সদস্যদের নাস্তার টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়াও দফতর প্রাঙ্গণে থাকা বিভিন্ন প্রকারের সরকারি গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধন ও অভিযোগের বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কে এম.ইফতেখারুল বলেন,আমি এই উপজেলায় যোগদানের পর পর্যবেক্ষণ করি কয়েকটি প্রকল্পের মাঠকর্মীরা একইসঙ্গে একাধিক প্রতিষ্ঠানে চাকরি করছেন।আমি তাদের শোকজ করেছি।
বিভিন্ন কোম্পানির মাঠকর্মীরা দেখি সবসময়ই অফিসে বসে থাকেন এখানকার কর্মচারীদের মতো।এতে সেবা প্রদান ব্যাহত হওয়ায় আমি কোম্পানির লোকজনের অফিসে ২০মিনিটের বেশি অবস্থান করা নিষেধ করি।এসব কারণে তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে এসব অভিযোগ তুলেছেন।
তিনি আরও বলেন,আমি এর আগেও বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছি।কোথাও আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি বরং সুনাম রয়েছে।কিন্তু এখানে এসে ভালো কাজ করতে গিয়ে বর্তমানে মবের শিকার।
একেই বলে স্বাধীন বাংলাদেশ আমরা আছি জনতার পাশে সব সময়।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-