অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর,ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় সোমবার(২৭জানুয়ারি)আদালতে আত্মসমর্পণ করবেন চিত্রনায়িকা পরীমণি।
রবিবার(২৬জানুয়ারি)রাতে এ তথ্য জানান পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত(সুরভী)।
তিনি বলেন,সোমবার সকালে আত্মসমর্পণ করতে পরীমণি আদালতে আসবেন।আমরা তার জামিন আবেদন করবো।আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন।
এর আগে রবিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জুনাইদের আদালত সময় আবেদন নামঞ্জুর করে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০২২সালের ৬জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন।
গত বছর ১৮মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের(পিবিআই)ঢাকা জেলার পরিদর্শক মো:মনির হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।১৮ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই আসামিকে ২৫জুন আদালতে হাজির হতে সমন জারি করেন।ওইদিন আত্মসমর্পণ করে জামিন পান তারা।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।