স্টাফ রিপোর্টার মারুফ বিল্লাহ বাগেরহাট প্রতিনিধি:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
বাগেরহাট ইন্টারনেট সংযোগের অপটিক্যাল ফাইবার চুরির ঘটনা ঘটেছে।গত রবিবার ও মঙ্গলবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আওতাধীন পঞ্চকরন ইউনিয়ন এর সাজিদ অপটিক্যাল ফাইবার নামে দীর্ঘদিন যাবত বিস্তৃত পঞ্চকরন ইউনিয়ন ও এর আশেপাশে অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ এর সেবা প্রদান করে।
তাদের এই সেবা ব্যবহার করে ওই ইউনিয়নের কয়েকটি ব্যাংক,স্কুল সহ বিভিন্ন গ্রাহক এই সার্ভিস ব্যবহার করেন।কিন্তু দুর্বৃত্তদের এই ঘটনার কারণে খুবই বিপাকে পড়েছেন ওই এলাকার ব্যাংক স্কুলসহ সকল গ্রাহক।খোঁজ নিয়ে জানা যায় ব্যাংকগুলো এবং প্রায় সম্পূর্ণরূপে এই ইন্টারনেট সার্ভিস এর উপরে নির্ভরশীল।তাদের এই ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে তাদের প্রায় সকল ধরনের লেনদেন করে থাকে।
কিন্তু দুর্বৃত্তদের এই অপকর্মের কারণে ঐ অঞ্চলের চারটি ব্যাংক লেনদেনে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।ব্যাংক গুলোর মধ্যে রয়েছে ডাচ্ বাংলা ব্যাংক,এশিয়া ব্যাংক,ইসলামী ব্যাংক ও গ্রামীণ ব্যাংক। সাজিদ অপটিক্যাল ফাইবার এর সকল গ্রাহকগণ এই দুর্বৃত্তদের অপকর্মের তীব্র নিন্দা জানিয়েছেন এবং খুব দ্রুত এই দুর্বৃত্তদের আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানিয়েছেন।
এদিকে সাজিদ অপটিক্যাল ফাইবার এর স্বত্বাধিকার মো:আসাদুজ্জামান শেখ এর কাছে ফাইবার ক্যাবল চুরির ঘটনা সম্পর্কের জানতে চাইলে তিনি জানান গত দুইদিন ধরে অজ্ঞাতনামা কে বা কারা আমার অপটিক্যাল ফাইবার এর সংযোগ লাইন পাঁচটি জায়গা থেকে কেটে কেটে ফাইবার ক্যাবল চুরি করে নিয়ে সমস্ত ইউনিয়নে আমার ইন্টারনেট সার্ভিস সেবাটি বন্ধ করে দিয়েছেন।
এতে আমি অনেক আর্থিক সংকটে পড়েছি এবং আমার গ্রাহকগণ ইন্টারনেট সার্ভিস সেবা থেকে বিচ্ছিন্ন।তবে বিশেষ করে আমার সার্ভিসের আওতাধীন পাঁচ গাও এম,এম মাধ্যমিক বিদ্যালয় সহ চারটি ব্যাংক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে।সংযোগটি দ্রুত সচ্ছল করতে আমাদের টিম কাজ করছে এবং দুর্বৃত্তদের খুঁজে বের করার কাজটি চলমান।তবে এখন পর্যন্ত কোন দুর্বৃত্তকে ধরতে পারেনি আমরা।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।