অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উন্মুক্ত কনসার্ট চলছে।সোমবার(১৬ডিসেস্বর)দুপুর দেড়টার দিকে সবার আগে বাংলাদেশ নামে এ কনসার্ট শুরু হয়েছে।চলবে রাত ১১টা পর্যন্ত।কনসার্ট শুরুর আগেই বিভিন্নস্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন।
কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মানুষের ঢল নামে।এ কনসার্টে অংশ নিতে রাজধানীবাসীর অনেকেই পরিবার-বন্ধুবান্ধব নিয়ে দলে দলে হাজির হয়েছেন।
সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন এ কনসার্টের আয়োজন করেছে।গত ১০ডিসেম্বর এটির যাত্রা শুরু হয়েছে।সংগঠনটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির)পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। জানা গেছে,সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টে গান পরিবেশনা করছেন- শিল্পী নাসির প্রীতম হাসান,কনকচাঁপা,খুরশিদ আলম,সৈয়দ আব্দুল হাদী,বেবী নাজনীন,মনির খান,কণাসহ আরও অনেকে।অন্যদিকে নগরবাউল,সোলস,শিরোনামহীন,আর্টসেল,অ্যাভয়েড রাফা,ডিফারেন্ট টাচ,আর্ক ও সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের এ কনসার্টে অংশ নিয়েছে।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।