নিজস্বপ্রতিবেদক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
অগ্রহায়ণের শেষ এবং পৌষের শুরুর দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে জেঁকে বসেছে তীব্র শীত এবং ঘন কুয়াশা।দিনের বেলায় তাপমাত্রা বেশ কিছুটা কম থাকলেও বিকেল থেকে হিমেল ঠাণ্ডা কনকনে হাওয়ার কারণে জনজীবনে একধরনের স্থবিরতা নেমে আসে।রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে থাকে।এতে শিশু ও বয়স্কদের শীতজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।অনেকে ঠান্ডা কাশি শ্বাসকষ্টে ভুগছেন।চিকিৎসকরা জানান,পৌষের শুরুতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,চট্টগ্রাম-সিলেট এবং ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলাচলরত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে।ঘন কুয়াশার কারণে দূরের কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না।দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালকেরা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছেন।
মহাসড়কে বাসচালক সাজু মিয়া জানান,মহাসড়কের ২০গজের মধ্যে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে শনাক্ত করা যাচ্ছে না।তাই আগে থেকেই হেডলাইট জ্বালিয়ে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে হচ্ছে।ঘন কুয়াশার কারণে মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ছোটখাটো যানবাহনগুলোকে কুয়াশার কারণে দূর থেকে দেখা যায় না।হঠাৎ করে হার্ড ব্রেক করলে গাড়িকে নিয়ন্ত্রণে রাখা যায় না। ফলে দুর্ঘটনা অনিবার্য হয়ে দাঁড়ায়।তাই নিজের চেষ্টায় হেডলাইট জ্বালিয়ে সাবধানতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলে জানান এই চালক।
সিএনজি চালিত অটোরিকশা চালক জীবন মিয়া জানান,ঘন কুয়াশার কারণে দূরের সবকিছু ঝাপসা মনে হয়।কিছুটা আন্দাজ করে চলাচল করতে হচ্ছে।বড় যানবাহনগুলোর হেডলাইট জ্বালানো থাকলে দূর থেকে কিছুটা হলেও বোঝা যায়।অন্যথায় দুর্ঘটনার ঝুঁকি থাকে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো:সুমন মিয়া জানান,শীতজনিত কারণে ঠাণ্ডা লেগে অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসতে শুরু করেছেন।রোগীদের বেশিরভাগই জ্বর,সর্দি,কাশি,শ্বাসকষ্ট এবং ডায়রিয়াজনিত কারণে আসছেন।তিনি জানান,শীতের তীব্রতা বাড়লে রোগীর সংখ্যাও বাড়বে এটাই স্বাভাবিক।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।