অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত অনূর্ধ্ব-১৯এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ।ফাইনালে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ৫৯রানের বড় ব্যবধানে জয় তুলে নিল যুবা টাইগাররা।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।তবে সংগ্রহ বড় হয়নি দলের।৫বল থাকতে ১৯৮রানে অলআউট হয় নাভিদ নেওয়াজের দল।
বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬রান করে সাজঘরে ফেরেন।চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭রান করেন।উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭রান যোগ করেন।
জবাবে ৩৫.২ওভারে ১৩৯রানে গুটিয়ে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯দল। ৪৪রানে তাদের ৩উইকেট নিয়ে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। সেখান থেকে চারে নামা কার্তিককেয়া ও পাঁচে নামা অধিনায়ক মোহাম্মদ আমান জুটি গড়ার সম্ভাবনা জাগান।বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন এক ওভারে পরপর দুই উইকেট নিয়ে ওই জুটি ভেঙে দেন।
ভারত আর উঠে দাঁড়াতে পারেনি।৯২রানে ৭উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত দেড়শ রানের আগে ধসে গেছে।ভারতের হয়ে তিনে নামা আন্দ্রে সিদ্ধার্ত ২০রান করেন।চারে নেমে কার্তিকেয়া ২১রান যোগ করেন।
অধিনায়ক আমান খেলেন ২৬রানের ইনিংস।শেষ দিকে হার্ডিক রাজ ২৪ রান যোগ করেন।
বাংলাদেশ যুবা দলের হয়ে ইকবাল হোসাইন ইমন ৭ওভারে ২৪রান দিয়ে ৩উইকেট নেন।অধিনায়ক তামিম ১৪বল করে মাত্র ৮রান দিয়ে তুলে নেন ৩উইকেট।শেষের ধস তিনিই নামান।ভারতের হয়ে যুদ্ধজিৎ গুহা,চেতন শর্মা ও হার্ডিক রাজ ২টি করে উইকেট নিয়েছেন।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।