অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় বার জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ২উইকেটে হারিয়েছে তারা।
বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে ৭উইকেটে ১৩২রান করে পাকিস্তান।টপ অর্ডারে তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মিডল অর্ডারেও কেউ বেশিক্ষণ থিতু হতে পারেননি।তবে তাদের ছোট ছোট ইনিংসে একশ পার করে সফরকারীরা।সর্বোচ্চ ৩২রান আসে অধিনায়ক আগা সালমানের ব্যাট থেকে।এছাড়া তাইয়াব তাহির ২১ কাসিম আকরাম ২০ ও আরাফাত মিনহাস ২২রান করেন।
জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২৫রান খরচে নেন দুটি উইকেট। এছাড়া একটি করে শিকার ওয়েলিংটন মাসাকাদজা,রিচার্ড এনগারাভা, তিনোতেন্দা মাপোসা ও রায়ান বার্লের।
ফিল্ডিংয়ে নেমে জিম্বাবুয়েকে বেশ চাপেই রাখেই পাকিস্তান।তবে শেষ পর্যন্ত ১বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।৩৫ বলে ৬ চার ও ১ছক্কায় সর্বোচ্চ ৪৩রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি তিনটি ও জাহানাদ খান দুটি উইকেট শিকার করেন।
জিম্বাবুয়ে সান্ত্বনার জয় পেলেও পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও একই ব্যবধানে জিতে তারা।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।