অনলাইনডেস্ক:-www.tokdernews.com আমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা(একনেক)আজ বুধবার(১৮সেপ্টেম্বর)অনুষ্ঠিত হতে যাচ্ছে।সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে,একনেকে অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপন করা হবে।রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড.মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন।যদিও এর আগে শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের(এনইসি)সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হতো।
একনেকের কার্যতালিকায় ছয়টি প্রকল্প থাকলেও অনুমোদনের জন্য পাঁচটি উত্থাপন করা হবে।প্রকল্পগুলোর মোট ব্যয় দাঁড়াবে ৩হাজার ৪৫৫ কোটি ৯২লাখ টাকা।এগুলোর মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প রয়েছে।
একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনে সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে তা অবগত করবেন।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।