অনলাইনডেস্ক:-tokdernews.com আমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।ফেসবুক পোস্টে তিনি বলেন,অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন।আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত। আমি এখনো নিয়োগপত্র পাইনি।আশা করছি,দু-একদিনের মধ্যে পেয়ে যাব।
শফিকুল আলম আরও বলেন,প্রায় ২০বছর ধরে কাজ করে যাওয়া বার্তাসংস্থা এএফপিও চায় আমি তাদের সাথে থাকি।তারাও একটি পরিবার।তারা আমাকে এত বছর ধরে এমনভাবে সমর্থন করেছে যেমন একজন বাবা তার সন্তানকে সমর্থন করেন।তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।