অনলাইনডেস্ক:- পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।রিটে স্কুল বন্ধ রাখতে আবেদন করা হয়েছে।
রবিবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো:ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব,শিক্ষা সচিব,উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব,উপসচিব শিক্ষা সচিব,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক(ডিজি),শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়েছে।
পরে আইনজীবী মো:ইলিয়াছ আলী মন্ডল সাংবাদিকদের জানান, বাংলাদেশ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে উল্লেখ করা আছে।প্রতি বছর পবিত্র রমজান মাসে শিশু-কিশোরসহ সবার শরীর স্বাস্থ্যের বিষয় বিবেচনায় নিয়ে পুরো রমজান মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।তবে চলতি বছরের পুরো রমজান মাসে মাদরাসা বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয় রমজানের প্রথম ১০দিন এবং মাধ্যমিক বিদ্যালয় রমজানের প্রথম ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যা সংবিধানের ২৬, ২৭,২৮,৩১,৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।এসব কারণে আইনি নোটিশ পাঠিয়েছিলাম।কোনো সাড়া না পেয়ে আজ রিট দায়ের করেছি।
চলতি সপ্তাহে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।
রিটে রমজান মাসের প্রথম ১০দিন প্রাথমিক বিদ্যালয় এবং রমজান মাসের প্রথম ১৫দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না,এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।পাশাপাশি এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ৮ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণকল্পে ২০২৪শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২মার্চ থেকে রোজা শুরু হবে।
অন্যদিকে,আগামী ১১মার্চ থেকে ২৫মার্চ পর্যন্ত মোট ১৫দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2024:-www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।