অনলাইনডেস্ক:- নতুন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী থাকছেন।আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।
প্রধানমন্ত্রী হতে যাওয়া শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় ২৫মন্ত্রী,১১জন প্রতিমন্ত্রী।২৫জন মন্ত্রীর মধ্যে দুই নারী।একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।আরেকজন দীপু মনি।দীপু মনি আওয়ামী লীগ সরকারের চতুর্থ মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন দুই নারী সংসদ সদস্য।তাদের একজন হলেন রুমানা আলী।গাজীপুর-৩আসনে নৌকা প্রতীকে ২৪হাজার ৫২২ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী।রুমানা আলী নির্বাচনে ১লাখ ২৬হাজার ১৯৬ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন ১লাখ ১হাজার ৬৭৪ভোট।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া আরেক নারী সংসদ সদস্য হলেন-সিমিন হোসেন রিমি।
গাজীপুর-৪সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি ৮৯হাজার ৭২৯ভোট পেয়ে জয়ী হন।বিজয়ী সিমিন হোসেন রিমি হচ্ছেন এই আসনে আগেকার সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের বড় বোন।
সিমিন ও সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।