অনলাইনডেস্ক:- আগামী ১৮ডিসেম্বর(সোমবার)দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।এ নিয়ে গত ২৮অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল দলটি।এছাড়া ২৮অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১দফায় ২২দিন অবরোধের কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন,বিএনপির পক্ষ থেকে ১৮ডিসেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি।
উল্লেখ্য,সরকারের পদত্যাগ,নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।