কাউনিয়া প্রতিনিধি:- রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে।এতে লালমনিরহাট-কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গত মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে লাইনচ্যুতের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক।
স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান,লালমনিরহাট থেকে ছেড়ে আসা বগুড়াগামী কমিউটার ট্রেনটি সকাল ৬টা ৪০মিনিটের দিকে কাউনিয়া স্টেশনে প্রবেশ করছিল।
স্টেশনের পূর্বে কেবিন ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনের চাকা রেললাইন থেকে পড়ে যায়।এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।লাইনচ্যুতের ঘটনায় লালমনিরহাট-কুড়িগ্রাম রুটের রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই দুই রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাইনের সংস্কারকাজ চলছে।দুপুরের দিকে সংস্কার শেষ হতে পারে।সংস্কারকাজ শেষ হলে এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।
স্টেশন মাস্টার হোসনে মোবারক বলেন,কমিউটার ট্রেনটির ইঞ্জিনের চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।এ ছাড়া পূর্বে কেবিনে লাইন চেঞ্জিন পয়েন্ট বাঁকা হওয়ায় কারণেও লাইনচ্যুতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।