শিক্ষাবার্তাডেস্ক:- দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।এ তালিকা অনুযায়ী-আগামী বছর সরকারি ও সংরক্ষিত ছুটিসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে মোট ৭১দিন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব(সরকারি কলেজ-৪)মোছা:রোকেয়া পারভীন।
প্রজ্ঞাপনে ছুটির তালিকা অনুযায়ী-পবিত্র রমজান,ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ,জাতীয় শিশু দিবস,স্বাধীনতা দিবস,ইস্টার সানডেসহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে টানা ৩০দিন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে।এ ছুটি শুরু হবে ১০মার্চ থেকে। চলবে ১৮এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭দিন এবং দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ৭দিনের ছুটি থাকবে।তাছাড়া বছরের শেষে ১৭ডিসেম্বর থেকে শীতকালীন ও বড়দিন উপলক্ষে ১১দিনে ছুটি চলবে ৩১ডিসেম্বর পর্যন্ত।
প্রজ্ঞাপনে বলা হয়,কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না।সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোও যাবে না।
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস ২১ফেব্রুয়ারি,১৭মার্চ,২৬মার্চ,১৫ আগস্ট ও ১৬ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে।তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে বলেও এতে উল্লেখ করা হয়।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।