অনলাইনডেস্ক:- নিউজিল্যান্ডের উদ্দেশে শনিবার রাতে প্রথম বহরে উড়াল দেন বেশিরভাগ ক্রিকেটার।টেস্ট সিরিজে ব্যস্ত থাকা পাঁচ ক্রিকেটার-শান্ত,মিরাজ,হাসান মাহমুদ,মুশফিক ও শরিফুল রওনা হলেন সোমবার রাতের ফ্লাইটে।তাদের সঙ্গী হয়েছেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে,দুই ভারপ্রাপ্ত কোচ ডেভিড হেম্প,কোরি কলিমোরসহ আরও কয়েকজন সদস্য।
এই সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি বছর শেষ করবে বাংলাদেশ।বছরের শেষটা রাঙানোর আশায় লাল সবুজের প্রতিনিধিরা।
জয় দিয়ে বছর শেষ করার অপেক্ষায় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত,ওখানে(নিউজিল্যান্ডে)আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে,আমরা ওখানে কীভাবে ম্যাচ জিততে পারব। সিরিজ জিততে পারি।ওরকমই টার্গেট হওয়া উচিত।বছরটা যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাহলে সামনের বছরের জন্য ভালো হবে।
১৭ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে।পরের দুটি ওয়ানডে ২০ ও ২৩ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে।তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ডিসেম্বর।প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।