অনলাইনডেস্ক:- ভারত,জাপান ও ফিলিস্তিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।তিনি বলেন,ভারত থেকে তিনজন,জাপান থেকে ১৬জন এবং ফিলিস্তিন থেকে ছয়জনের প্রতিনিধিদল আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে। তবে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।
রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।সেহেলী সাবরীন আরও জানান,সফররত ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধিদলটি আগামী ২১জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।এছাড়া ভারত,ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে পর্যবেক্ষক দল আসবে।জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে।এর বাইরেও আরও কিছু আবেদন রয়েছে।
কোন কোন দেশ এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে-জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন,ভারত,ফিলিস্তন, ওআইসি ও জাপান।ভারত থেকে তিনজন আসবেন,ফিলিস্তিন থেকে ছয়জন(তাদের মধ্যে কিছু বাইরে থেকে,কিছু দূতাবাস থেকেও থাকবে)।জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬জন আসবেন।এছাড়া ওআইসি ও আরব লীগের কতজন আসবেন সে তথ্যটা এখন আমার কাছে নেই।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।