অনলাইনডেস্ক:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪শিক্ষাবর্ষের বই উৎসব পেছাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।বছরের শুরুতে নির্বাচনী কারণে বই উৎসব হয়তো ১০-১১জানুয়ারি হতে পারে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৪শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন,এবার বই উৎসবটা ঠিক ১জানুয়ারি করবো নাকি নির্বাচনের পরে ১০-১১তারিখে হবে,সেটা নিয়ে আলোচনা চলছে।আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি।বই উৎসব নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে।যেহেতু ৭জানুয়ারি নির্বাচন।নির্বাচন-পূর্ববর্তী সময়টা আসলে কেমন থাকবে,সেটাও আমাদের একটু বিবেচনায় নিতে হবে।অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়।সে কারণে এবার বই উৎসবটা ঠিক ১তারিখে করবো নাকি নির্বাচনের পরে ১০-১১তারিখ করবো,সেটা নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি।সার্বিক অবস্থাটা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই সেটা জানাতে পারবো।
শিক্ষামন্ত্রী আরও বলেন,নির্বাচনের কারণে আজকের এই লটারিটা আরও পরে হওয়ার কথা ছিল।কিন্তু আমরা নভেম্বরের মধ্যেই এটা শেষ করছি।আবার বার্ষিক পরীক্ষা,বার্ষিক সামষ্টিক মূল্যায়নও এগিয়ে এনে দ্রুত শেষ করছি।নির্বাচনের আগের যে পরিবেশ-পরিস্থিতি সেটা আমাদের অবশ্যই মাথায় নিতে হবে,বিবেচনা করতে হবে।
লটারির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল,মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।