অনলাইনডেস্ক:-কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর)আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,সারাদেশে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি দিয়ে মাঠে নেই বিএনপি।আল্লাহর নামে চলছে তাদের কর্মসূচি।সন্ত্রাস নৈরাজ্যের জন্যই এসব কর্মসূচি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করাই তাদের মুল উদ্দেশ্য।
৯নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান পাপন বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পায় না।বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জবাব দেয়া হবে।আমি বলবো,আপনারা নির্বাচনে আসুন।সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ,সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আবুল মনসুর প্রমুখ।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন,পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীরা।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।