অনলাইনডেস্ক:- প্রাথমিকে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ জানুয়ারিতেই এবার পাচ্ছে সাড়ে ৮২হাজার শিক্ষার্থী।প্রাথমিকে বৃত্তি পাবে ৮২হাজার ৫০০শিক্ষার্থী।এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩হাজার এবং সাধারণ কোটায় ৪৯হাজার ৫০০জনকে বৃত্তি দেওয়া হবে।চলতি মাসেই এ ফল প্রকাশ করা হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়,ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫টাকা করে পাবে। চলতি মাস তথা জানুয়ারিতেই ফলাফল প্রকাশ করা হবে।টানা ১৩বছর পর গত ৩০ডিসেম্বর প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা হয়।এতে ছয় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।