অনলাইনডেস্ক:- মোবাইলফোনে প্রেম,ডেকে নিয়ে ধর্ষণ।মোবাইলফোনে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সাথে পরিচয় হয় এক তরুণের।তারপর মোবাইলফোনেই হয় প্রেম।থার্টি ফাস্ট নাইট উপলক্ষে দেখা করার কথা বলে ডেকে আনা হয়।এরপর ঘটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা।এই ঘটনায় অসুস্থ কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ধর্ষণের পর পলাতক কথিত প্রেমিক ও তার বন্ধু।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা শাখারপাড় ব্রিজের কাছে।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরি জানান,মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা ওই শিক্ষার্থীর সাথে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় রাজৈর উপজেলার বিশ্বম্বরদী এলাকার হাসান(১৮)নামের এক তরুণের সাথে।শনিবার বিকেলে মেয়েটি নানি বাড়ি যাওয়ার পথে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাজৈর উপজেলার শাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যায় হাসান।এসময় হাসানের সাথে ছিল তার বন্ধু রাব্বি।দেখা করতে গেলে ওই শিক্ষার্থীকে জোর করে শাখারপাড় ব্রিজের পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে হাসান ও রাব্বি পালাক্রমে একাধিকবার গণধর্ষণ করে বলে অভিযোগ করেছে কিশোরী।একাধিকবার গণধর্ষণের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।মেয়েটিকে অসুস্থ অবস্থায় পরিবারের স্বজনরা রাত ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।তিনি আরও জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে ভুক্তভোগী ও তার স্বজনরা।পুলিশ বলছে,ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি সহযোগিতা দেওয়া হবে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.নুরুল ইসলাম জানান,ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষায় আলামত সংগ্রহ করা হয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।