অনলাইন ডেস্ক:- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,গণতন্ত্র বিকাশে ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।
রবিবার(২৭নভেম্বর)সকালে ঢাকা মেডিকেলে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন,গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার,যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়।নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ।বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা।
ওবায়দুল কাদের বলেন,দেশে প্রথম স্বৈরাচার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনা। বিএনপির সরকার পতনের আন্দোলন দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়।তাদের এ স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।