সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে সময় নেবে মাত্র ২ সপ্তাহ
-
Update Time
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
-
৯৯
Time View
চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে সময় নেবে মাত্র ২ সপ্তাহ
অনলাইন ডেস্ক:- চুল পড়ার সমস্যায় নাজেহাল? চুল পড়া বন্ধ হবে কয়েক দিনেই,যদি এই নিয়ম মেনে হেনা ব্যবহার করতে পারেন।হেনা করার উপকরণ জেনে নিন।তা দিয়ে তৈরি করুন হেনার হেয়ার প্যাক।ব্যবহার করলেই ফল পাবেন।বাড়িতে চুলের যত্ন নিতে নানা পদ্ধতিই আপনি কাজে লাগিয়ে থাকেন।নানা হেয়ার প্রোডাক্টও(Hair Care Tips)যেমন ব্যবহার করেন,আবার ঘরোয়া উপায়ে চুলের যত্নও নেওয়া হয়।যেমন,নানা হেয়ার প্যাক ব্যবহার করে থাকেন।ঘরে তৈরি বিশেষ তেলও ব্যবহার করেন।তবে স্ক্যাল্পের অবস্থা ও স্বাস্থ্য বুঝেই একমাত্র এইসব ঘরোয়া উপাদান ব্যবহার করা উচিত।আপনিও তাই করুন।তবে আপনি বাড়িতে চুলের যত্ন(Hair Care at Home)নিতে হেনা ব্যবহার করতে পারেন।হেনা এমনিতেই চুলের যত্নে বেশ জনপ্রিয়।চুল ঘন ও নরম রাখতে সাহায্য করে এই উপকারী উপাদান।আপনার হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন হেনা(Henna For Hair)।চুলের বৃদ্ধি তাড়াতাড়ি করতে এই হেনার গুণের শেষ নেই।
জেনে নিন বিস্তারিত:- চুল ভালো রাখার জন্য স্ক্যাল্পের স্বাস্থ্য ঠিক রাখাও খুবই গুরুত্বপূর্ণ।স্ক্যাল্প ভালো থাকলে চুল পড়া কমে যায়।এমনকী চুলের জেল্লাও হয় দেখার মতোই।হেনায় আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান।গবেষণাতেও এমন উল্লেখ আছে।এমনকী হেনায় আছে অ্যান্টি মাইক্রোবায়াল গুণও।যার সাহায্যে স্ক্যাল্পের হাজার সমস্যাই সমাধান হতে পারে।স্ক্যাল্পের জ্বালাভাব কমাতে সাহায্য করে।স্ক্যাল্প পরিষ্কার রাখে।খুশকির সমস্যাও অনেকটাই কমিয়ে দেয়।তাই হেনা করুন নিয়মিত।স্ক্যাল্প ভালো থাকার জন্য তার পিএইচ ভারসাম্য রক্ষা করার দরকার।হেনার মধ্য়ে সেই গুণ আছে।কারণ,পিএইচ-এর মাত্রার ভারসাম্য নষ্ট হলেই স্ক্যাল্পে নানা সমস্যা দেখা দিতে শুরু করে।এই হেনার গুণে আপনার স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য ঠিক থাকে।এমনকী স্ক্যাল্পে অতিরিক্ত তেল নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে।তাই চুল যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে ওঠে,তা কন্ট্রোল করতে সাহায্য করে হেনা।চুল পড়ায় কমায় ও নতুন গজাতে সাহায্য করে।২০১১সালেরএকটি গবেষণায় দেখা গিয়েছে যে,হেনা চুল পড়া কমাতে সাহায্য করে।তাই আপনার যদি প্রতিদিন স্বাভাবিকের থেকেই বেশি চুল পড়ে এবং অতিরিক্ত চুল পড়া আপনি কিছুতেই নিয়ন্ত্রণ করতে না পারেন,তবে হেনা ব্যবহার করে দেখতে পারেন।চুল ড্যামেজের থেকেও রক্ষা করে।ডগা চেরা চুলের সমস্যা ঠিক করে।এছাড়াও স্ক্যাল্প ভালো রাখে।পরিষ্কার রাখে।তাই চুলের গোড়ায় পুষ্টি পায়।পিএইচ ব্যালেন্স ঠিক থাকে।সহজেই চুল পড়ে না।চুল ওঠা বন্ধ হয়।
চুল মজবুত করে।দিনের পর দিন অযত্নের কারণে চুলের বারোটা বাজতে শুরু করে।ডগা চেরা চুলের সমস্যা বাড়ে।কিন্তু প্রতিদিন সামান্য যত্ন নিলেই কিন্তু এই সমস্যা সমাধান হতে পারে।এমনকী ২০১৭ সালের একটি গবেষণাতেও দেখা গিয়েছে যে,হেনা এই ডগা চেরা চুলের সমস্যা কমায়।চুল পড়া কম করে।চুলের ক্ষতি হওয়া আটকায়।চুলের গোড়া মজবুত করে এবং চুল সহজেই ভেঙে যায় না।এছাড়াও স্ক্যাল্প পরিষ্কার রাখে।সহজেই স্ক্যাল্প অ্যাকনের মতো সমস্যা বাড়ে না।
কীভাবে বানাতে হবে হেনার হেয়ার প্যাক(Henna Pack)?:- হেনার এই হেয়ার প্যাক আপনার চুল ভালো রাখতে সাহায্য করে।স্ক্যাল্প ভালো রাখে।অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে।চুল মজবুত করে। হেনার এই হেয়ারপ্যাক ব্যবহার করতে পারেন আপনি।আপনার প্রয়োজন আধ কাপ হেনা পাউডার,পরিমাণ মতো জল এবং নারকেল তেল।
একটি পাত্রে প্রতিটি উপকরণ একসঙ্গে মিশিয়ে দিন।একটি ঘন মিশ্রণ বা পেস্ট তৈরি হবে।সেই মিশ্রণ আপনার স্ক্যাল্পে,চুলের গোড়ায় এবং চুলে ভালো করে লাগিয়ে নিন।চুলের গোড়ায় সামান্য পরিমাণে নারকেল তেল দিতে পারেন আলাদা করে।হেয়ার ক্যাপ পরে নিন।অন্তত ১ঘণ্টা অপেক্ষা করুন।তারপর শ্যাম্পু করে নিন।কন্ডিশনার লাগাতে ভুলবেন না।
ডিসক্লেইমার:- এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য।এটি কোনও ওষুধ ও চিকিৎসার অঙ্গ নয়।আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।
দয়া করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন,সকল সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথে থাকুন…
এই বিভাগের আরও খবর
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।