অনলাইন ডেস্ক:- গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন এ গায়ক।আজ বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল।তিন সপ্তাহ আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল।
পা কাটার পর বেড়ে যায় আকবরের কিডনি ও লিভারের সমস্যা।তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল।এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।