অনলাইন ডেস্ক:- কুমিল্লার চান্দিনায় ১৫টাকা দরে সুলভ মূল্যের ৩০কেজি চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ উঠেছে।ওই ঘটনার প্রতিবাদ করায় জোয়াগ ইউনিয়ন পরিষদ সদস্য মো:আনোয়ার হোসেনকে মারধর করেছে চেয়ারম্যানের লোকজন।শনিবার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আনোয়ার হোসেন জোয়াগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য।চাল ক্রেতা দেওকামতা গ্রামের নূরনাহার জানান,আগে ৩০০টাকা নিয়ে ৩০কেজি চাল দিতো,এখন ৪৫০টাকা নিয়ে বালতি দিয়ে মেপে চাল দেয়।আমি বাড়িতে গিয়ে ওই চাল ওজন দিয়ে দেখি ৩০কেজির স্থলে ২৩কেজি!জোয়াগ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো:আনোয়ার হোসেন জানান,নূরনাহারের মতো অনেক ক্রেতার এমন অভিযোগ পেয়ে আমি লক্ষীপুর নতুন বাজারের যাই।যেখানে চাল বিতরণ হয় ওই ডিলারের কাছে গিয়ে চাল কম দেওয়ার প্রতিবাদ করায় চেয়ারম্যানের লোক শাহপরান নামে একটি ছেলে এসে আমাকে মারধর করে।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।সুলভ মূল্যের চালের ডিলার রতন কুমার পাল জানান,আমার এখানে ৩০ কেজির স্থলে ২৩-২৪ কেজি দেওয়া হয়নি।যেহেতু বালতি দিয়ে মেপে দেওয়া হয়,সেহেতু এক-আধ কেজি কম হতে পারে।মেম্বারকে যে মারধর করেছে সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের লোক।হামলাকারী শাহপরানকে নিজের কর্মী স্বীকার করে জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল জানান,কয়েকদিন আগে টিসিবি’র মাল বিতরণ নিয়ে শাহপরান ও আনোয়ার মেম্বারের মধ্যে দ্বন্দ্ব ছিল।ওই ঘটনার রেশ ধরে দুইজনের মধ্যে মারামারি হয়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো:আনোয়ার হোসেন জানান,অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই।মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে।চালের বস্তাও সঠিক আছে।কম দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল জানান,অভিযোগ পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।ভুক্তভোগী মেম্বারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।