অনলাইন ডেস্ক :- রংপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পরেই সমাবেশস্থলে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বিএনপি।শুক্রবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃএ জেড এম জাহিদ হোসেন কালেক্টরেট মাঠে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের হুমকি-ধামকি বন্ধ করার দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ এমপি বলেন,সমাবেশের জন্য নেতাকর্মীরা অমানবিক কষ্ট করেছেন।অথচ প্রশাসন এবং আওয়ামী লীগ হুমকি ধামকি দিচ্ছেন।আজকে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে হুমকি দিচ্ছেন। আপনারা হুমকি ধামকি দেয়ার কে।আমরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন পদক্ষেপ নিবে।তাছাড়া আপনাদের এই হুমকি ধমকিতে আমাদের নেতাকর্মীরা ভয় পায় না।তারা সমাবেশে আসবেন।এতে কোন সন্দেহ নেই।আর যারা পরিবহন ধর্মঘট দিয়েছে আমরা ক্ষমতায় এলে করায় গন্ডায় হিসেব নেয়া হবে।
রংপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাঃএ জেড এম জাহিদ হোসেন বলেন,গণতন্ত্র উদ্ধার,বেগম খালেদা জিয়ার মুক্তি,জনগণের দাবী নিয়ে সারাদেশে যে গণ সমাবেশ শুরু হয়েছে,তাতেই আওয়ামী লীগ সরকারের ভয় ধরেছে।সমাবেশে নেতাকর্মীদের আসতে বাধা দেয়ার চেষ্টা করছে।পরিবহন ধর্মঘট ডেকেছে।কিন্তু এসব আমাদের সমাবেশে কোন বাধা হতে পারবে না,মানুষের জোয়ার আসা শুরু হয়েছে। আপনারাই কাল লিখবেন,এ কোন সমাবেশ।শুধু মানুষ আর মানুষ।জনগণ জেগে উঠেছে,তারা তাদের অধিকার আদায়ে এখন সোচ্চার,তাই জনগণের দাবী আদায় না হওয়া পর্যন্ত জনগণ আর ঘরে ফিরবে না।তিনি বলেন প্রধানমমন্ত্রী বলেছেন আমরা গণতান্ত্রিক আন্দোলন করলে আমাদের চা খাওয়াবে বলে চায়ের দাওয়াত দিয়েছেন,কিন্তু উনি চায়ের বদলে আমাদের রক্ত ঝড়ালেন।সেদিনই জনগণ জেগে উঠেছে।আর ঘরে ফিরবে না পণ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাবেশ সমন্বয়কারী সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু,মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।শনিবার বিকেলে রংপুরে কালেক্টরেট ইধগাহ মাঠে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।