চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে মেশিন নষ্ট থাকার তথ্য জেনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন,আপনারা ঠিকমতো কাজ করছেন না বলেই মেশিন নষ্ট।কাজ না করলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।রোববার(৯অক্টোবর)সন্ধ্যায় চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন,স্বাস্থ্য বিভাগের ৮০ভাগ দুর্নাম হয় উপজেলা থেকে।তবে করোনার টিকা প্রদানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অনেক ভালো কাজ করেছেন।ফলে স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধি পেয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সরঞ্জাম নষ্ট থাকায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে জাহিদ মালেক বলেন,মেশিন নষ্ট বা ঠিক করা যায়নি,এ ধরনের অজুহাত মেনে নেওয়া হবে না।তিনি বলেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা আন্তরিক হলে কোনো মেশিন নষ্ট থাকে না।হাসপাতাল চালু রাখা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব।যারা কাজ করবে না,তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার স্বাস্থ্য সেবার চিত্র তুলে ধরেন চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী।সভায় স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক,চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক,তিন পার্বত্য জেলার সিভিল সার্জন,বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।