ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।হঠাৎ করে মঙ্গলবার(২৭সেপ্টেম্বর)বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন।ক্যাপশনে লিখেছেন,আমি ও আমার জীবন।ফিরে দেখা আমেরিকা।তার এমন ক্যাপশনের পর নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে।পরে এ বিষয়ে মুখ খুললেন নায়িকা।এদিন রাত ৮টায় বুবলী বলেন,আমি আরও কিছুদিন সময় চাই।এসব নিয়ে কথা বলতে আমার আরও প্রস্তুতি দরকার।তবে এটুকু বলবো আমি মুসলিম,আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে।বুবলী বলেন,আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি,তাই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের বিরক্ত করতে চাচ্ছি না।তিনি বলেন,যেহেতু বিষয়টা সেনসেটিভ,আমি কয়েকদিনের মধ্যে সবকিছু আপনাদের জানাবো!মনগড়া কোনো কিছু না ছড়াতে সবাইকে অনুরোধ করেন তিনি।বিস্তারিত না বললেও আভাস মিললো তিনি মা হয়েছেন।তবে কে স্বামী,কী সন্তান এবং কবে তিনি মা হয়েছেন এসব নিয়ে কথা বলতে সময় চেয়েছেন বুবলী।বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং করছেন বুবলী।রাজধানীর কমলাপুর রেলওয়ে হাসপাতালে চলছে শুটিং।ছবিতে বুবলীর নায়ক সাইমন সাদিক।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।