আগামীকাল শনিবার ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা।২৭সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে মেসি-দি মারিয়ারা।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার অপেক্ষায় স্কালোনির শিষ্যরা।৩৩ম্যাচ ও দুই বছরেরও বেশি সময় ধরে অপরাজিত আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ শুরুর আগে শেষবারের মতো আন্তর্জাতিক সূচিতে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জাতীয় ফুটবল দলগুলো।এখন পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।২০১৩সালে ৩-১ও ২০১৬সালে ১-০গোলে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই ম্যাচের আগে সরাসরি একাদশ ঘোষণা করেননি আর্জেন্টাইন কোচ।তবে কোন পজিশনে কে খেলতে পারেন সে বিষয়ে প্রচ্ছন্ন ধারণা দিয়েছেন স্কালোনি।আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো,ফাকুন্দো মেদিনা,লিসান্দ্রো মার্টিনেজ,রদ্রিগো ডি পল,লেয়ান্দ্র পারেদেস,জিওভানি লো সেলসো,লিওনেল মেসি ও হোয়াকিন কোররেয়া।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।