পাম অয়েল ও চিনির দাম কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার।পাম অয়েল লিটারে ১২ও চিনি কেজিতে ৬টাকা কমানো হয়েছে।২৫সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন এই দাম।
বৃহস্পতিবার(২২সেপ্টেম্বর)বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে পাম অয়েলের দাম ১৪৫টাকা লিটার ছিল। বর্তমানে ১২টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য করা হয়েছে ১৩৩টাকা।এই তেলের মিলগেটের দাম ১২৮টাকা ও পরিবেশক মূল্য ১৩০টাকা করা হয়েছে।
অন্যদিকে চিনির দাম সবশেষ গত বছরের ৯সেপ্টেম্বর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।বর্তমানে খোলা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫টাকায়।নতুন নির্ধারিত দাম অনুযায়ী খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪টাকা ও প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯টাকা হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।