পুলিশই জনতা,জনতাই পুলিশ এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে পালিত হয়েছে ওপেন হাউজ ডে।বুধবার বিকেলে স্থানীয় চৌধুরানী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ৭নং বিটের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
বাংলাদেশ বেতার উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টুর সঞ্চালনায় ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, সহকারি কমিশনার ভূমি মুছা নাসের চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন,পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান,কৈকুড়ী ইউপির চেয়ারম্যান নুর আলম মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন মিয়া,সাধারণ সম্পাদক নুরুন্নবী মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ,ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিট পুলিশের এস,আই আব্দুল মালেক,এ,এস,আই আনোয়ারুল ইসলাম ও এএসআই আলীর আজগারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।