নায়ক জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় কাজ করতে চান হিরো আলম।বৃহস্পতিবার(১৫সেপ্টেম্বর)রাতে নিজের নতুন গান রিলিজ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হিরো আলম।এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।হিরো আলম বলেন,জায়েদ খান আমাকে হিংসা করেন কি না,জানি না।আমি তাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি।তিনি বলেন,এর মধ্যে আমরা ছয়টি সিনেমা করার ঘোষণা দিয়েছি।তার মধ্যে চারটির কাজ শুরু হয়েছে।বাকি দুটি সিনেমা এখনো শুরু করিনি।যদি জায়েদ খানের সঙ্গে ব্যাটে-বলে মিলে যায়,তাহলে এ দুটি সিনেমাতে তাকে রাখা হবে।পরিচালক জায়েদ খানের ছবিতে আমাকে যে চরিত্রে রাখবেন,আমি সেই চরিত্রেই কাজ করতে রাজি।অভিনয়,প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন হিরো আলম।মুক্তির অপেক্ষায় রয়েছে তার তিনটি সিনেমা।বর্তমানে তার হাতে রয়েছে আরও ছয়টি সিনেমা।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।