ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় জামিনে বের হয়ে একই নারীকে ফের ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।রবিবার গভীর রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া বাজার এলাকার রোকেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সোমবার রাতে ধর্ষণের শিকার ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত যুবক রুবেলকে আসামি করে শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগী নারী ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়,প্রেমের সম্পর্কের জেরে গত ১৮জুন সন্ধ্যায় বিয়ের কথা বলে কৌশলে স্থানীয় এক বাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে মুদি ব্যবসায়ী রুবেল।ঘটনাটি স্থানীয়রা দেখে ফেলে এবং তাকে হাতেনাতে ধরে ফেলে।স্থানীয়দের ধড়পাকড়ের মুখে রুবেল ভিকটিমকে স্ত্রী বলে দাবি করে এবং ঘটনাস্থল থেকে সরে গিয়ে গা-ঢাকা দেয়।পরে ওই নারী ২৪জুন রাতে রুবেলকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করে।অভিযুক্ত রুবেল ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আগের দায়ের করা মামলা তুলে নিতে ওই নারীকে হুমকি দিয়ে আসছিলেন।কিন্তু ধর্ষণের শিকার ওই নারী রাজি না হওয়ায় রবিবার রাতে বসতঘরে ঢুকে দ্বিতীয় দফা রুবেল তাকে ধর্ষণ করে।গভীর রাতে ঘরের মধ্যে আটক রেখে ওই নারীকে মারধর করে রক্তাক্ত জখম করে।ঘটনার পরপরই স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান,অভিযুক্ত রুবেল আগের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।ফের ওই নারীকে ধর্ষণ করা হয়েছে-এমন অভিযোগ তুলে ভিকটিম নারী বাদী হয়ে সোমবার রাতে একটি লিখিত অভিযোগ করেছেন।মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।