রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে পীরগাছা থানা পুলিশ উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকসুদ খাঁ গ্রামের ঘাঘট নদীর কুড়াল মান্নানের ঘাট থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
নিহতের নাম খবির উদ্দিন(৮১)।তিনি পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার জারুল্যাপুর সর্দারপাড়া গ্রামের মৃত বাসারোতুল্লার ছেলে বলে জানা গেছে।স্থানীয় যুবক আনিসুর রহমান জানান,সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘাঘট নদীর উত্তর দিক থেকে গেঞ্জি ও লুঙ্গি পরিহিত এই ব্যক্তির মরদেহ পানির শ্রোতে ভেসে আসতে থাকে।পরে স্থানীয় লোকজন মরদেহটি আটক করে কিনারে নিয়ে আসে এবং ৯৯৯নম্বরে ফোন দিলে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।ওই ব্যক্তি কয়েক ঘন্টা আগে মারা গেছে বলে জানান স্থানীয়রা।পরে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের ছেলে রফিকুল ইসলাম থানায় গিয়ে তার পরিচয় সনাক্ত করেন এবং নিহত খবির উদ্দিন মানষিক ভারসাম্যহীন বলে দাবি করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো:মাসুমুর রহমান বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে। পরে তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।