কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ৪০ হাজার পিস ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছেন।আটককৃত ব্যক্তি উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরোখোলা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়,র্যাব ১৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প-১৩ ব্লক-ডি এলাকার কাঁঠাল গাছতলা বাজার থেকে তাকে আটক করে। উখিয়া থানা সূত্রে জানা যায়,জয়নালের নামে অপহরণ,নারী নির্যাতন,অস্ত্র,মাদক,বন মামলাসহ ২৫টি মামলা রয়েছে। এছাড়া তিনি তালিকাভুক্ত একজন ইয়াবা কারবারি।
এ ব্যাপারে থাইনখালী বন বিট কর্মকর্তা রাকিব হোসেন বলেন,জয়নালের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।