রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ মফিজুল ইসলাম ও আরআইয়ের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো: জহুরুল হককে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সভা কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মেহেদুল করিম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দরা।অনুষ্ঠানে বদলি জনিত বিদায়ী পুলিশ কর্মকর্তারা সাফল্য ও সুনামের সাথে কাজ করার জন্য তাদেরকে আরপিএমপি এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।জানা গেছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ মফিজুল ইসলাম সিলেট ৭ম এপিবিএনয়ে এবং আরআইয়ের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো: জহুরুল হক আরপিএমপি থেকে রংপুর রেঞ্জে বদলী হয়েছেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।