লালমনিরহাটের হাতীবান্ধায় ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় দু’জনকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলেন উপজেলার কেতকীবাড়ী গ্রামের মৃত আজিজের পুত্র মায়ানুর ইসলাম হিরু(৪০)ও একই গ্রামের আমিন উদ্দিনের পুত্র দুলু মিয়া(৪০)।
সোমবার থানা পুলিশ আটক দু’জনকে আদালতে প্রেরণ করেন।আদালত তাদের জামিন না নামঞ্জুর করে জেল আজতে প্রেরণ করেছেন।এর আগে রোববার রাতে এদের দু’জনকে উপজেলার কেতকীবাড়ী বাজার থেকে আটক করে স্থানীয় থানা পুলিশ।তবে এ ঘটনার মূল হোতা সিফাত,জয় ও মাহবুবকে এখনো আটক করতে পারেনি পুলিশ।তবে পুলিশের দাবী তাদেরকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন,এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।আটক করে এদের আইনের আওতায় আনা হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।