রংপুরের পীরগাছায় গাড়ীতে লাগা আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন উপজেলা বিএনপির দুই নেতা আফছার আলী ও আমিনুল ইসলাম রাঙা।বিকেল ৩টার দিকে পীরগাছা থেকে লালমনির হাট যাওয়ার পথে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের তনুর মোড় নামে স্থানে তাদের ব্যবহৃত কারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।এসময় ড্রাইভার ও দুই নেতা দ্রুত নেমে পড়েন।আফছার আলী রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আমিনুল ইসলাম রাঙা সদস্য এবং পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি।
স্থানীয় বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান জানান,ওই দুই নেতা লালমনিরহাটের বড়বাড়িতে ফুটবল ট্রর্ণামেন্টে যাওয়ার জন্য আমিনুল ইসলাম রাঙার নিজ প্রিমিও এফ কার নিয়ে রওনা দেন।উপজেলার অন্নদানগর ইউনিয়নের তনুর মোড় নামে স্থানে পৌছিলে তাদের ব্যবহৃত কারে হঠাৎ করেই আগুন লেগে যায়।এসময় তারা দ্রুত নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।পরে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ীটি পুড়ে যায়।স্থানীয় অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।