লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আম গাছ থেকে পড়ে আবু তাহের লিখন(১৪)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো দুজন আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার(২০মে)রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দুপুরে বাড়ির পাশে উপজেলার পলাশী ইউনিয়নের নিত্যানন্দ গ্রামের একটি আম গাছে আম পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে পড়ে আহত হয় লিখন।সে ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,বাড়ির পাশের একটি আম গাছে উঠে আম পাড়ছিল আবু তাহের লিখুনসহ তিনবন্ধু।হঠাৎ একটি ডাল ভেঙ্গে লিখন ও হাবিবুরসহ আরেক বন্ধু মাটিতে পড়ে গিয়ে আহত হয়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার রাতে আবু তাহের লিখন মারা যায়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।