পীরগাছায় দিনভর নেচে-গেয়ে আনন্দ-উল্লাস ও খেলা-ধুলার মাধ্যমে পালিত হলো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।বুধবার সকাল থেকে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান।
করোনার কারণে বন্ধ থাকা ২০২১সালের এ প্রতিযোগিতাটিতে গতকাল বুধবার উপজেলার ১২স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। সকাল থেকে নাচ-গান,কবিতা আবৃত্তি,সুন্দর হাতের লেখা এবং দাবা প্রতিযোগিতা,ব্যাট মিন্টন প্রতিযোগিতা,দৌড়,সাতার,হাই জাম্প এবং লং জাম্পসহ নানা ধরনের খেলায় মেতে ওঠেন শিশু শিক্ষার্থীরা।শিক্ষক সাজ্জাত হোসেন,সামসুজ্জামান জনি ও ঈমান আলীর সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন,উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আফজাল হোসেন,ছামসুজ্জামান, মোজাহিদুজ্জামান,রনজু আলম,পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মন্ডল,চন্ডিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের খেলায় অংশ নেবেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।