শনিবার বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২কোটি ৮৮লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত চারতলা সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন দিনাজপুর-১আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল।তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে। বাংলাদেশে রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকল্প নেই।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে বদ্ধপরিকর।এজন্য শিক্ষার্থী,শিক্ষক ও নেতাকর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।তাহলেই জাতির জনকের সোনার বাংলা গঠন করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার,দিনাজপুর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম,জেলা শিক্ষা অফিসার মো:রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আজমুল হক,ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়,সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো:লিয়াকত আলী।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।