*নিউজএডিটর:মোঃলিমনতোকদার।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে,শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।রোববার সকালে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।এসময় নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি।
এছাড়া দীপু মনি বলেন,আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল।আমাদের যে ৭২বছরের ইতিহাস,সেই ইতিহাস বলে আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছি।সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।