*নিউজএডিটর:মোঃলিমনতোকদার।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়বুকে ব্যথা নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ(রমেক)হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।তাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে(সিসিইউ)চিকিৎসা দেওয়া হচ্ছে।সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা:শাকিল গফুর জানান,শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী।রাত আড়াইটার দিকে তাকে অ্যাম্বুলেন্সে রমেক হাসপাতালে নেওয়া হয়।এখন তার চিকিৎসা চলছে।হাসপাতালের পরিচালক ডা:রেজাউল করিম জানান,মন্ত্রী এখন ভালো আছেন।কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।এ জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।আজ তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে রংপুর ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় যান এখন সুস্থ আছেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।