★ নিউজএডিটর:মোঃলিমনতোকদার।
জহির উদ্দিনের বয়স সত্তুরের কোটায়।জন্মের পর থেকে পিতা আমির উদ্দিনের সাথে বসবাস করতেন অন্যের জমিতে।নিজের জমিজমা বলতে কিছু নেই।পিতার মৃত্যুর পর বিয়ে করে ঘর জামাই হিসেবে থাকতেন শ্বশুরবাড়িতে।দিনমজুরী করে দিন এনে দিন খাওয়া।এভাবে চলছিল তার সংসার।জীবনের শেষ প্রান্তে এসে এক খন্ড জমির মালিক হয়েছেন।পেয়েছেন একটি পাকা ঘরও।ঈদের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি ও ঘর পেয়েছেন জহির উদ্দিন।তার মতো আরেক অভাগী জাহেদা বেগম(৫৪)।
একযুগ আগে স্বামী আম্বার আলী মারা গেলে আরো অসহায় হয়ে পড়েন তিনি।দুই মেয়ে এক ছেলের সংসারে তিনি বড় অসহায়।ছেলে আলাদা থাকেন।মেয়ে দুটির বিয়ে দিলেও একটি মেয়ে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে জাহেদা বেগমের সংসারে পড়েছে।নিজের জায়গাজমি বলতে কিছুই নেই।বড় মেয়ে জামাইয়ের জমিতে ঝুপড়ি ঘর তুলে বসবাস করতেন।তিনিও গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি ও ঘর পেয়েছেন।দুজনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর তাম্বুলপুর গ্রামে।মঙ্গলবার তাদের মত ঘর পেয়েছেন আরো ৮জন ভূমি ও গৃহহীন পরিবার।গতকাল মঙ্গলবার সকালে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১০পরিবারের মাঝে জমি,ঘর এবং জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়।সারা দেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর উদ্বোধনের পর জমির মালিকানা কাগজপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ভক্তের বাজার সংলগ্ন এলাকায় নানা রঙে রঙ্গিন এসব ঘর হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসন(শিক্ষা ও আইসিটি)এ ডব্লিউ এম রায়হান শাহ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র,তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,সুধীজন,ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।