রংপুরের পীরগাছায় ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পাচ্ছেন ৩ হাজার হতদরিদ্র নারী।এসব নারীদের একটি করে ঈদের উপহার হিসেবে শাড়ী বিতরণ শুরু করা হয়েছে।রোববার ও গতকাল সোমবার উপজেলার কল্যাণী,পারুল,ইটাকুমারী ও অন্নদানগর ইউনিয়নে বিতরন করা হয়েছে এসব শাড়ী।গতকাল সোমবার উপজেলার ইটাকুমারী ও অন্নদানগর ইউনিয়নে ৫২০জন নারীকে নিজ হাতে শাড়ী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
এসময় উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক আব্দুর রশিদ সরকার,সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া,কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া,উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক সিরাজুল ইসলাম,সদস্য সচিব আরিফুজ্জামান আরিফ,ছাত্রসমাজের ইসমাইল হোসেন সাদ্দাম,অন্নদানগর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আব্দুল রতিফ,সাধারন সম্পাদক মাসুম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে ঈদের আগেই অন্য ইউনিয়নগুলোতে ২৬০জন করে এবং সদর ইউনিয়নে ৯২০জন গরীব-অসহায় এসব নারীকে শাড়ী বিতরণ করা হবে।
গতকাল সোমবার দুপুরে শাড়ী নিতে আসেন অন্নদানগর ইউনিয়নের পানন গ্রামের মহিতুন নেছা(৬০),বানেছা বেগম(৪৫)ও কোহিনুর বেগম(৪৩)।তারা বলেন,কত ঈদ আইলো আর গেইলো,কেউ খবর নেইল না।এবার উপজেলা চেয়ারম্যান ব্যাটা একখান শাড়ী দিছে।খুব ভালো মানের।অনেক দিন যাইবে।হামরা তার জন্য রোজা থাকি দোয়া করমো।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।