লালমনিরহাট আদিতমারী থানার উদ্দোগে যৌতুক,বাল্য বিবাহ,মাদক,জুয়া ও সার্বিক আইন শৃংখলা বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোমবার(১১এপ্রিল)দুপুরে থানা চত্বরে আয়োজিত ওসি মোকতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম।
উন্মক্ত আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,অনুষ্ঠানে আদিতমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আজিম মিয়া,আদিতমারী থানার ওসি তদন্ত মোজাম্মেল হক,ট্রাফিক ইন্সপেক্টর কাদের মিয়া,ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত বিদু,কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতিসহ উপজেলার আট ইউনিয়নের ইউপি সদস্য, শিক্ষক,সমাজকর্মী,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যাবসায়ী,কৃষক,মসজিদের ঈমাম,মন্দিরের পূজারি,অবসরপ্রাপ্ত চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আশির দশক আর এখন এক নয়।আমি গ্রামের সন্তান তাই দেখেছি আশির দশকে গ্রামাঞ্চলে এসপি,ওসিকে কখনো মানুষ দেখতে পেতোনা।এমনকি পুলিশ যাতো মার্ডার বা বড় ঘটনা ঘটলে।তখন পুরো এলাকার লোক ছুটে যাইতো পুলিশ দেখতে।আর এখন প্রত্যেক ইউনিয়নে পুলিশ অফিসার থাকছেন।এসপি,ওসিরাও এখন গ্রামে গঞ্জে গিয়ে মাঠ পর্যায়ে মানুষজনের সাথে কথা বলেন।মতবিনিময় করে খোলামেলা কথা বলেন।
থানায় এসে মানুষ সেবা নিবে।কোনভাবেই হয়রানির শিকার যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।দ্রুত সময়ে যাতে সবাই পুলিশের সাহায্য পায় সেজন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি।পুলিশ,জনগণ মিলেমিশে থেকে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অটুট রাখতে হবে।শুধু পুলিশ চাইলেই হবেনা,আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।আমাদেরকে তথ্য দিবেন আমরা ব্যবস্থা নিবো।মাদকসহ সকল অপকর্ম রুখতে সকলের সহযোগিতা চাই।
তিনি আরও বলেন,মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং চালু রয়েছে।প্রত্যেকটি ইউনিয়নে বিট অফিসার আছেন।যে কেউ চাইলেই সেই বিট অফিসারের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে সেবা নিতে পারে।উপর মহলে জানানোর প্রয়োজন পরেনা।দ্রুত সময়ের মধ্যেই পুলিশের সেবা পাওয়া যায়।
এছাড়াও আসন্ন ঈদকে ঘিরে চুরি,ছিনতাই রোধ ও জানজট নিরসনে পুলিশের কার্যক্রম আরও বৃদ্ধি করার দিকে জোর দেওয়া হয়।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।