লালমনিরহাটের হাতীবান্ধায় মিলন বাজার হাফেজ সাহেবের মাজার এলাকায় ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী আতিয়ার রহমান(৪৫)নামে একজন নিহত হয়েছে।এ সময় আব্দুস সালাম নামের একজন আহত হয়।শনিবার(৯এপ্রিল)রাতে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মিলন বাজার এলাকার হাফেজ সাহেবের মাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আতিয়ার রহমানের বাড়ি উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের খামারটারী এলাকায় মৃত জসমুদ্দিন ছেলে।এবং আহত আব্দুল সালাম পুর্ব ফকির পাড়ার গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জানা গেছে,লালমনিরহাটগামী একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে ঘটনাস্থলেই ট্রাক চাপায় তার মৃত্যু হয়।এ সময় ওই দুই মোটরসাইকেল আরোহী হাতীবান্ধা থেকে বড়খাতায নিজ বাড়িতে ফিরছিলেন।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান,এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক-হেলপার পলাতক রয়েছেন।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।