পীরগাছায় অটো চালানো অবস্থায় দৃষ্টি নন্দন বাড়ি দেখতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে চালকসহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পীরগাছা-চৌধুরাণী সড়কের অনন্তরাম বড়বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।এসময় অটো গাড়ী দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার চৌধুরাণী বাজার থেকে পীরগাছা আসার পথে অটো চালক রাস্তার ধারে থাকা অনন্তরাম বড়বাড়ী সংলগ্ন একটি দৃষ্টি নন্দন বাড়ি দেখতে থাকে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রত গতির অটোটি গাছের সাথে ধাক্কা লাগে।গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে অটো চালক আফজাল হোসেন(৫০)আটকা পড়ে এবং অপর দুই যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন কৌশলে অটো থেকে চালককে বের করে পীরগাছা হাসপতালে ভর্তি করেন।তার অবস্থা গুরুতর হলে দ্রæত তাকে রংপুর মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়। অপর দুই যাত্রীর নাম জানা যায়নি।আহত অটো চালকের বাড়ি রংপুর শহরের দর্শনা বনগ্রাম এলাকায় বলে জানা গেছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।